বন্যার্তদের পাশে ‘মানবতার সেবায় পাশাকোট’ সংগঠন

| আপডেট :  ৩০ আগস্ট ২০২৪, ১২:৫৬  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২৪, ১২:৫৬


বন্যার্তদের পাশে ‘মানবতার সেবায় পাশাকোট’ সংগঠন

বিবার্তা প্রতিবেদক


ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়ে দেশের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তবে, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা। সেই ধারাবাহিকতায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে “মানবতার সেবায় পাশাকোট” নামক সংগঠনটি।

‘মানবতার সেবায় পাশাকোট’ নামক সংগঠনের  উদ্যোগে  এবং প্রবাসীদের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার কুমিল্লা জেলার, চৌদ্দগ্রাম থানার ,শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে  ৮০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং পাশাকোট দারুস সুন্নাত জামিয়া দ্বীনিয়া মাদ্রাসা, চৌদ্দগ্রাম, কুমিল্লা আশ্রয় কেন্দ্রের ত্রাণ তহবিলে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। উক্ত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ন করেন এলাকার প্রবাসীরা।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত