বাঁচা-মরার ম্যাচে খুলনার বিপক্ষে চট্টগ্রামের রানের পাহাড়

| আপডেট :  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৮  | প্রকাশিত :  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৮


বাঁচা-মরার ম্যাচে খুলনার বিপক্ষে চট্টগ্রামের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক


বিপিএল এ বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই এই দু’দলের সামনে।

এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের বিধ্বংসী শতকে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম। দলীয় ৪ রানে ৭ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যান মোহাম্মদ ওয়াসিম। তার বিদায়ের পর ক্রিজে আসেন সৈকত আলি। সৈকতকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তানজিদ তামিম। ৫৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

ফলে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে দলীয় ১৭০ রানে ৬৫ বলে ১১৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি।

তানজিদের সেঞ্চুরি আর টম ব্রুসের অপরাজিত ৩৬ রানের ইনিংসে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম। আগে ব্যাট করে ৪ উইকেটে তাদের ইনিংস থামে ১৯২ রানে। প্লে-অফের লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে আজ জয় প্রয়োজন চট্টগ্রামের।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত