বাংলা ব্লকেড: এক্সপ্রেসওয়েতে হেঁটে-সিএনজিতে চেপে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

| আপডেট :  ১০ জুলাই ২০২৪, ০৬:৪৬  | প্রকাশিত :  ১০ জুলাই ২০২৪, ০৬:৪৬


বাংলা ব্লকেড: এক্সপ্রেসওয়েতে হেঁটে-সিএনজিতে চেপে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজ সকাল ১০টার পর ‘বাংলা ব্লকেডে’ স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। এমন পরিস্থিতিতে তীব্র যানজটে পড়ে পায়ে হেঁটে ও সিএনজি চালিত অটোরিকশায় চেপে জাতীয় সংসদ ভবনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

১০ জুলাই, বুধবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ফলে থেমে যায় যান চলাচল। ঘণ্টার পর ঘণ্টা পথে আটকে থেকে বিপাকে পড়েন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আজ দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি।

ভিডিওর ক্যাপশনে ইইউ রাষ্ট্রদূত লেখেন, প্রতিবাদ কর্মসূচির (কোটা সংস্কার আন্দোলন) কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম। পরে পায়ে হেঁটে ও সিএনজির (অটোরিকশা) মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছি।

ভিডিওতে দেখা যায়, ইইউ রাষ্ট্রদূত ও তার সহকারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিজেদের গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। একপর্যায়ে তার সহকারী এক্সপ্রেসওয়ের দুই ডিভাইডারের ওপর দিয়ে হাঁটতে থাকেন। এরপর নিচে নেমে তারা একটি সিএনজি চালিত অটোরিকশায় করে সংসদে পৌঁছান।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত