বাকৃবিতে কোটা আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা

| আপডেট :  ২৭ জুলাই ২০২৪, ১১:২২  | প্রকাশিত :  ২৭ জুলাই ২০২৪, ১১:২২


বাকৃবিতে কোটা আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা

বাকৃবি প্রতিনিধি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান কোটা আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছেন বাকৃবির কোটা আন্দোলনের সমন্বয়কবৃন্দ।

২৭ জুলাই, শনিবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মুক্তমঞ্ছে আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন সমন্বয়কবৃন্দ।

সংবাদ সম্মেলনে সমন্বয়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো.ইরান মিয়া, মাযহারুল ইসলাম তুষার, হাসিবুল ইসলাম হাসিব, মাশারাত মালিহা এবং প্রণব ঘোষসহ আরও অনেকে।

এ সময় তারা জানান,  বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে কোটা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমাদের যে দাবি ছিলো তা  প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন এবং সকল হত্যাকাণ্ডের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই হবে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হলো।

বিবার্তা/আমান/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত