বাকৃবির আইকিউএসি’র নতুন পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব

| আপডেট :  ২৮ আগস্ট ২০২৪, ০৬:৪০  | প্রকাশিত :  ২৮ আগস্ট ২০২৪, ০৬:৪০


বাকৃবির আইকিউএসি’র নতুন পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব

বাকৃবি প্রতিনিধি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মাছুমা হাবিব।

বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অফিসে ওই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো হাম্মাদুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার, বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হারুন-অর- রশিদ,  ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার রহমান ,  গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট ও বিভিন্ন অনুষদের শিক্ষক।

এ সময় অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, সবার সহযোগিতা পেলে তা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। আমার সাথে যে দুইজন সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে তারা সুযোগ্য। আমি আশা করছি তাদের নেতৃত্বে এবং সকলের সহযোগিতায় আইকিউএসি দুর্বার গতিতে এগিয়ে যাবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।

বিবার্তা/আমান/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত