বাড্ডায় লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

| আপডেট :  ২৬ জুন ২০২৪, ০৯:৩৭  | প্রকাশিত :  ২৬ জুন ২০২৪, ০৯:৩৭


বাড্ডায় লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানী

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর বাড্ডায় লরির ধাক্কায় আরাফাত (৩৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরাফাত নড়াইল জেলার বাহিরগাঁও গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন গাজী জানান, গতকাল রাতে মোটরসাইকেলে করে বাড্ডা থেকে কুড়িলের দিকে যাচ্ছিলেন আরাফাত। তার মোটরসাইকেলটি বাড্ডা ফুজি টাওয়ারের সামনে পৌঁছালে সেটিকে চাপা দেয় একটি মালবাহী লরি। গুরুতর আহত অবস্থায় আরাফাতকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, লরিটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালানোর সময় সুবাস্তুর সামনে অপর একটি বাসকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে উঠে পড়লে ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযান পরিচালনা করে ঘাতক ড্রাইভারকে আটক করা হয়েছে। বর্তমানে লরিটিকে জব্দ এবং এর ড্রাইভার পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত