বাড্ডায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

| আপডেট :  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১  | প্রকাশিত :  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১


বাড্ডায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী বিথী আক্তার (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্ত্রীর মৃত্যুর সংবাদ জানতে পেরে হাসপাতাল থেকে স্বামী কমল মিয়া পালিয়ে যান।

১৬ সেপ্টেম্বর, সোমবার বেলা ৩ টার দিকে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টর আনন্দনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্বামী কমল মিয়া ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০ টার দিকে মারা যান তিনি।

মৃতার বড় ভাই ইয়াছিন মিয়া জানান, আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাইশাপুর গ্রামে। বর্তমানে গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার পাগার বটতলা এলাকায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসা থাকতেন তারা। স্বামী কমল বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন।

তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যার দিকে লোক মারফত জানতে পারি আমার বোন বিথীকে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় স্বামী কমল ছুরিকাঘাত করেছে। পরে আহত অবস্থায় আমার বোনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পাই। তবে মৃত্যুর খবর শুনে স্বামী কমল হাসপাতাল থেকে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশী জীবনকে হাসপাতালে দেখতে পাই। পরে জিজ্ঞাসাবাদের জন্য জীবনকে থানায় নিয়ে যায় পুলিশ।

ইয়াছিন বলেন, বিথী স্বামী সন্তান নিয়ে আগে বাড্ডা এলাকায় থাকতেন। তিন মাস ধরে টঙ্গি থাকেন। সোমবার বিথীকে টঙ্গি থেকে বাড্ডায় এনে ছুরিকাঘাত করে কমল। পরে নিজেই ঢাকা মেডিকেল নিয়ে যায়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, পারিবারিক কলহের জেরে কমল তার স্ত্রী বিথীর ডান পাঁজরে ছুরিকাঘাত করেন। পরে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর স্বামী কমল পালিয়ে গেছেন। জীবন নামে তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিবার্তা/বুলবুল/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত