বালুভর্তি ট্রাকে ৩০০ বস্তা ভারতীয় চিনি, আটক ১

| আপডেট :  ০৮ জুলাই ২০২৪, ১২:৫৬  | প্রকাশিত :  ০৮ জুলাই ২০২৪, ১২:৫৬


বালুভর্তি ট্রাকে ৩০০ বস্তা ভারতীয় চিনি, আটক ১

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


সিলেটের দক্ষিণ সুরমার পীর হাবিবুর রহমান চত্বর থেকে বালুভর্তি একটি ট্রাক থেকে ৩০০ বস্তা চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া জাকির হোসেন (৩৪) সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের পানিছড়া গ্রামের বাসিন্দা।

৭ জুলাই, রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মাদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার (৬ জুলাই) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পীর হাবিবুর রহমান চত্বর হয়ে বালুভর্তি একটি ট্রাক ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় চত্বরটিতে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন মোগলাবাজার থানা-পুলিশের সদস্যরা। তখন ট্রাকচালক ট্রাকে বালু আছে বলে ঘটনা আড়াল করার চেষ্টা করে। কিন্তু পুলিশ সদস্যরা ট্রাকে উঠে বালু সরালে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় চিনির বস্তাগুলো বেরিয়ে আসে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, পুলিশকে ফাঁকি দিয়ে বালুর নিচে চিনির চোরাচালানের চেষ্টা করা হচ্ছিল। তবে পুলিশ অভিযান চালিয়ে সেগুলো আটক করতে পেরেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জাকির হোসেনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। মামলায় জাকিরকে গ্রেফতার দেখিয়ে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত ট্রাক ও চিনি পুলিশের হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিবার্তা/ইমি/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত