বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

| আপডেট :  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০  | প্রকাশিত :  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০


বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি


ঝিনাদহের কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশসহ প্রতিবেশী এক স্কুল শিক্ষকের সাথে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় জড়িত থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে বিএনপি নেতা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ও আমার পরিবার এই দলটির সঙ্গে থেকে রাজনীতিতে সক্রিয় আছি। বিগত ২০২২ সাল থেকে আমি কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। এতোমধ্যে আমার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলাও হয়েছে। গত ৫ আগষ্ট স্বৈরশাষক পতনের পর সারাদেশের ন্যায় এই উপজেলায়ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে দূর্বৃত্তরা উপজেলার কুশনা বাওড়ে মাছ লুটসহ মৎস্যজীবিদের নৌকা ও জাল পুড়িয়ে দেয়। সে ঘটনায় মৎস্যজীবিদের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় দুটি অভিযোগ করা হয়। ষড়যন্ত্রকারীরা এই ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রপাগাণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে আমার প্রতিবেশী শিক্ষক খায়রুল ইসলামের সঙ্গে আমার দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সরকার পতনের পর গত ৫ আগস্ট কে বা কাহারা তাকে মারধর করে। এ ঘটনায় আমার বিরুদ্ধে জেলা বিএনপি’র সভাপতি- সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছেন শিক্ষক খায়রুল ইসলাম। এসময় তিনি দাবি করেন, এসব ঘটনার সঙ্গে আমর কোন সম্পৃক্তা নেই। ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে দল ও সমাজের কাছে হেয় প্রতিপূর্ণ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য  সংশ্লিষ্ট কর্তপক্ষের নিকট দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ একরামুল হক, পৌর বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক ছাত্র নেতা ও উপজেলা যুবদল নেতা অমেদুল ইসলাম।

অন্যদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলা দিয়ে হয়রানি ও হুমকির প্রতিবাদে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সম্মেলন করেছেন খায়রুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক। বৃহস্পতিবার দুপুর ২ টায় স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে পৃথক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক খায়রুল ইসলাম বলেন, আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সমাজে একজন আদর্শ শিক্ষক হিসাবে আমার সুপরিচিত আছে। কিন্তু বর্তমানে আমাকে মামলা দিয়ে ও আমার উপর হামলা করে লাঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, ২০১১ সালে কোটচাঁদপুর পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলীর বাড়ির পার্শ্ববর্তী ৫.১৪ শতক জমি ক্রয় করি। এরমধ্যে ৩ শতক জমির উপর ভবন নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছি। বাকী ২.১৪ শতক খালি জমি অবশিষ্ট আছে। জমি কেনার পর থেকে বিএনপি’র ওই নেতার সাথে বিরোধ চলে আসছিলো। আমার বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলাও করেছেন। এছাড়াও তিনি ও তার অনুসারীরা বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছেন। এরইমধ্যে গত ৫ আগষ্ট লিয়াকত আলীর সমর্থিত লোকজন দিয়ে আমার উপর হামলা চালায় এবং আমাকে জখম করে। স্থানীয়রা যদি আমাকে রক্ষা না করতেন তাহলে, ওই দিন আমাকে মেরে ফেলতেন।

শিক্ষক খায়রুল ইসলাম আরো বলেন, তারা আমাকে হয়রানি ও নির্যাতন করে ওই জমি থেকে উৎখাত করতে চায়। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবার চরম আতংকের মধ্যে দিন অতিবাহিত করছি। আমি আপনাদের মাধ্যমে এ ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ব্যবস্থা ও আমার পরিবারের নিরাপত্তা পেতে সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানাচ্ছি। এসময় স্ত্রী রাহিমা খাতুন ও মেয়ে প্রত্যাশা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিবার্তা/রায়হান/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত