বিপিএলে সর্বাধিক উইকেটশিকারি শেখ মেহেদি

| আপডেট :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭  | প্রকাশিত :  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭


বিপিএলে সর্বাধিক উইকেটশিকারি শেখ মেহেদি

স্পোর্টস ডেস্ক


এখন পর্যন্ত বিপিএলে সর্বাধিক উইকেটশিকারি রংপুরের শেখ মেহেদি। এই অফস্পিনার এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৭.৪ ওভার বল করে ১০৩ খরচায় তুলে নিয়েছেন ১০ উইকেট।

তরুণ মেহেদির সেরা ম্যাচ ফিগার ৩/১১। শুধু উইকেট শিকারেই সবার ওপরে নয়, ওভার পিছু রান দেয়ার ক্ষেত্রেও এই অফস্পিনার দারুণ দক্ষতার ছাপ রেখেছেন। তার ইকোনমি ৫.৮৩।

উইকেট শিকারে শেখ মেহেদির সমান অবস্থানে আছেন দুই বাঁহাতি পেসার। একজন দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম (৫ ম্যাচে ১৭.২ ওভারে ১০ উইকেট। সেরা ৪/২৪। ইকোনমি ৮.৩৬ )।

অপরজন সিলেট স্ট্রাইকার্সের জিম্বাবুয়ান ফাস্টবোলার রিচার্ড এনহগারাভা (৬ ম্যাচে ১০ উইকেট, সেরা বোলিং ৪/৩০ আর ইকোনমি- ৮.৫০)। তবে গড়ে তারা মেহদির পিছনে।

উইকেট শিকারে সমান হলেও গড় ভালো থাকায় চার নম্বরে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি স্পিনার তানভির ইসলাম (৫ ম্যাচে ৯ উইকেট, সেরা বোলিং ৪/১৩ আর ইকোনমি- ৫.৮১)। তার সমান ৯ উইকেটশিকারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার বিলাল খান।

বিবার্তা/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত