বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত

| আপডেট :  ২৩ আগস্ট ২০২৪, ০১:৩৩  | প্রকাশিত :  ২৩ আগস্ট ২০২৪, ০১:৩৩


বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক


থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যাংককে অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে।

ঢাকার বিমসটেক সচিবালয় ও থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, থাই পররাষ্ট্র মন্ত্রণালয় অনানুষ্ঠানিকভাবে বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ কথা সদস্য দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে আগামী কয়েক মাসের মধ্যে শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছে থাইল্যান্ড।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউসূসের বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল, বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া জোটের অন্য সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের কারও কারও সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে ড. ইউনূসের।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত