ব্রাহ্মণবাড়িয়ায় শ্বাসরোধে কন্যাশিশুকে হত্যা করল মা

| আপডেট :  ০২ জুলাই ২০২৪, ০৫:১৫  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২৪, ০৫:১৫


ব্রাহ্মণবাড়িয়ায় শ্বাসরোধে কন্যাশিশুকে হত্যা করল মা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ায় সদরে ৬ মাস বয়সী এক কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে শিশুটির মা স্বপ্না বেগম।

সোমবার (১ জুলাই) রাতে একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সাথে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে এদিন থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বপ্না বেগম স্বীকার করেন।

স্বপ্না বেগম জানান, চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে কাপড় চাপা দেয়া হয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী মরদেহটি বাড়ির পাশের খালে রেখে আসেন৷

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আকটকৃত বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে৷

বিবার্তা/আকঞ্জি/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত