ভারতকে ২৮ রানে হারিয়ে দারুণ সূচনা ইংল্যান্ডের

| আপডেট :  ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:২২  | প্রকাশিত :  ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:২২


ভারতকে ২৮ রানে হারিয়ে দারুণ সূচনা ইংল্যান্ডের

খেলা

স্পোর্টস ডেস্ক


অবশেষে আজ রবিবার (২৮ জানুয়ারি) হায়দরাবাদে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে চতুর্থ দিনেই ভারতকে ২৮ রানে হারিয়ে দারুণ সূচনা করলো ইংলিশরা। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এরপর গেল তিন বছরে আর জেতা হয়নি। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে লিড নিল সফরকারী ইংল্যান্ড।

হায়দ্রাবাদ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ৪২০ রানে আলআউট হয় ইংল্যান্ড। তাতে ভারতের লক্ষ্যটা গিয়ে দাঁড়ায় ২৩১ রান। এমন লক্ষ্যে শুরুটা খারাপ হয়নি ভারতের। তবে দলীয় ৪২ রানে জয়সওয়াল ফিরলে শুরু হয় ভারতের উইকেট পতন। ১১৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক রকম ছিটকে যায় ভারত। তবে লড়াই করার আভাস দেন শ্রিকর ভরত ও রবীচন্দ্রন অশ্বিন।

দু’জনের জুটিতে টেস্ট জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারত। অন্যদিকে হারের শঙ্কা ঝেঁকে বসতে শুরু করে ইংল্যান্ডের। তবে সেই শঙ্কা দায়িত্ব নিয়ে করেন ক্যারিয়ের প্রথম টেস্ট খেলতে নামা টম হার্টলি। ভরতকে ফেরান ২৮ রানে। এরপর টিকতে পারেননি অশ্বিনও। ১৭৬ থেকে ১৭৭; ১ রানের ব্যবধানে সাজঘরে ফিরতে হয় ভারতের শেষ দুই স্বীকৃত ব্যাটারকে।

এরপর যেন কিছুতেই হার মানতে চাইছিল না ভারত। জাসপ্রিত বুমরাহ লড়াই চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ সিরাজকে নিয়ে। তবে সিরাজ একটু পর পরই উইকেট থেকে বেরিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করছিলেন। লক্ষ্যটাও তখন প্রায় হাতের নাগালেই ছিল। বড় ২-৪টি শট খেলা গেলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের পক্ষে। সেই লক্ষ্যে কিছুটা ঝুঁকি নিয়েই বড় শট খেলার চেষ্টা করলেন সিরাজ। বেশ কবার সুযোগও পেয়েছেন তিনি। স্টাম্পআউট হওয়া থেকে বেঁচেছেন।

একটা সময় মনে হচ্ছিল ম্যাচটি পঞ্চম দিনে গড়াবে। দিনের খেলা বাড়ানোর সময়ও তখন শেষ হওয়ার পথে। দিনের শেষ ওভার চলছিল। সিরাজকে সামনে এগিয়ে এসে খেলার টোপ দিলেন হার্টলি। সেই ফাঁদে পা দিলেন সিরাজও। এবার আর শেষ রক্ষা হলো না। হার্টলির বল মিস করে বসলেন সিরাজ। ফিরতে হলো সাজঘরে। সঙ্গে ম্যাচটাও হেরে বসল ভারত। ২৮ রানের অনবদ্য এক জয়ে সিরিজ শুরু করল ইংল্যান্ড।

এর আগে প্রথম ইনিংসে ২৪৬ রান করে ইংল্যান্ড। সেটা টপকে প্রথম ইনিংসে ৪৩৬ রান তুলে ভারত। লিড পায় ১৯০ রানের। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। অলি পোপের ১৯৬ রানের অনবদ্য এক ইনিংসে ৪২০ রান করে ইংল্যান্ড। ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ২৩১ রান। যা টপকাতে গিয়েই হার্টলি তোপের মুখে পড়তে হয়েছে ভারতকে। জয়ের পথে ২৬.১ ওভার হাত ঘুরিয়ে ৫টি মেইডেন দিয়ে ৬২ রান খরচায় ৭ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হার্টলি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ইংল্যান্ড: ২৪৬ ও ৪২০ (ডাকেট ৪৭, পোপ ১৯৬, হার্টলি ৩৪; বুমরাহ ৪/৪১, অশ্বিন ৩/১২৬)

ভারত: ৪৩৬ ও ২০২ ( রোহিত ৩৯, রাহুল ২২, ভরত ২৮, অশ্বিন ২৮; হার্টলি ৭/৬২)

ফল: ইংল্যান্ড ২৮ রানে জয়ী।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত