ভারতে গণধর্ষণের শিকার স্প্যানিশ নারী পর্যটক, গ্রেফতার ৩

| আপডেট :  ০২ মার্চ ২০২৪, ০৬:৪২  | প্রকাশিত :  ০২ মার্চ ২০২৪, ০৬:৪২


ভারতে গণধর্ষণের শিকার স্প্যানিশ নারী পর্যটক, গ্রেফতার ৩

ভারত

আন্তর্জাতিক ডেস্ক


স্বামীর সঙ্গে ভারতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন স্প্যানিশ এক নারী পর্যটক। বাইকে এশিয়া ঘুরতে বের হওয়া স্প্যানিশ ওই নারী ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় গণধর্ষণের শিকার হয়েছেন।

২ মার্চ, শনিবার দুমকা জেলা পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ মার্চ) গভীর রাতে দুমকা জেলার হাঁসডিহা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্প্যানিশ ওই দম্পতি একটি নির্জন জায়গায় অস্থায়ী তাঁবুতে রাত কাটানোর জন্য থেমেছিলেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে।

জারমুন্ডি সাব ডিভিশনাল পুলিশ অফিসার সন্তোষ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, গণধর্ষণের ঘটনাটি শুক্রবার রাতে ঘটেছে।

তিনি আরও জানান, পর্যটক দম্পতি দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন এবং তাঁবুতে রাত কাটাতে হাঁসডিহা বাজারের কাছে থেমেছিলেন।

তারা মোটরসাইকেলে করে বাংলাদেশ থেকে দুমকা পৌঁছেছিলেন এবং বিহার হয়ে নেপালে যাচ্ছিলেন বলে জানা গেছে। ধর্ষণের ঘটনায় জড়িতরা ওই নারীকে মারধর করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর বর্তমানে দুমকার ফুলো ঝানো মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষা চলছে এবং আরও তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি, পিটিআই

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত