মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি

| আপডেট :  ০৬ এপ্রিল ২০২৪, ১১:০৫  | প্রকাশিত :  ০৬ এপ্রিল ২০২৪, ১১:০৫


মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি

খেলা

স্পোর্টস ডেস্ক


দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না ইন্টার মায়ামি। সর্বশেষ চার ম্যাচে জয়হীন দলটি। জয়ে ফিরতে তাই দলের সেরা ফুটবলারকে ফিরে পেতে মরিয়া তারা। ১০ মিনিটের জন্য হলেও তাকে মাঠে নামাতে চায় দলটি।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রায় এক মাস ধরে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। ফলে আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচ এবং ইন্টার মায়ামির হয়ে চার ম্যাচ মিস করেছেন এই তারকা ফুটবলার। মায়ামি থেকে জানিয়েছে আপাতত তার আর কোনো ব্যথা কিংবা অস্বস্তি নেই মেসির।

আগামীকাল ভোরে কলোরাডোর বিপক্ষে যেকোনো উপায়েই মেসিকে মাঠে নামাতে চায় মায়ামি। দলটির সহকারী কোচ জাভি মোরালেসের কথায় তেমনই ইঙ্গিত। ঘরের মাঠের ম্যাচটি সামনে রেখে আর্জেন্টাইন অধিনায়কের চোটের বিষয়ে আপডেট জানাতে গিয়ে মোরালেস বলেছেন, ‘আজ আমরা দেখব অনুশীলনে সে কেমন অনুভব করছে। যদি সে ভালো অনুভব করে, তাহলে টাটা (জেরার্দো মার্তিনেজ) নিশ্চিতভাবেই তাকে ১০, ১৫ কিংবা ৪৫ মিনিটের জন্য হলেও মাঠে নামাবে। তাকে ফিরে পাওয়াটাই আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।’

দিনে দিনে হ্যামস্ট্রিংয়ের চোটের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মোরালেস। তিনি বলেছেন, ‘সে দিনে দিনে উন্নতি করছে। সে ভালো অনুভব করছে। সে গ্রুপের সঙ্গে অনুশীলন করছে। আমরা আজকের অনুশীলনে দেখব সে কেমন অনুভব করে, তারপর সিদ্ধান্ত নেব।’

এর আগে প্রথম লেগের আগেই অনুশীলনে যোগ দিয়েছিলেন মেসি। ধারণা করা হচ্ছিল সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন তিনি। তবে দর্শক হয়ে দলের হার দেখতে হয়েছে তাকে। প্রথম লেগের ম্যাচে ২-১ গোলের ব্যবধানে হেরেছে মায়ামি।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত