মোরেলগঞ্জে ইউ‌পি চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

| আপডেট :  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫  | প্রকাশিত :  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫


মোরেলগঞ্জে ইউ‌পি চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

সারাদেশ

বাগেরহাট প্রতিনিধি


বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর মাস্টার গোলাম রসুল হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় হোগলাপাশা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সে‌প্টেম্বর) রাতে মোরেলগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের মৃত অন্নাত আলী শেখের ছেলে বেলায়েত হোসেন মামলাটি দায়ের করেন।

দা‌য়েরকৃত মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১৪ বছর পূর্বে তৎকালীন যুবলীগ নেতা বর্তমান চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাদীর ভাগিনা মাস্টার গোলাম রসুলকে হত্যা করে। এ ঘটনায় ২০১২ সালের ১৫ মে ফরিদুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় নিহত গোলাম রসুলের মামা বেলায়েত হোসেন সাক্ষী হওয়ায় আসামিরা তাকে হত্যা ও গুম করার হুমকি দেয়।

ঘটনার দিন গত ৮ মার্চ সন্ধ্যার পরে বেলায়েত হোসেন তার বড় ভাইয়ের ছেলে ভিকটিম আ. রহিমকে সঙ্গে নিয়ে ইজিবাইক যোগে নিহত ভাগিনা গোলাম রসুলের বাড়িতে যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে একই এলাকার নিরোধ সমাদ্দারের বাড়ির সামনে পৌঁছলে চেয়ারম্যান ফরিদুল ইসলামের নেতৃত্বে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী ইজিবাইকের গতিরোধ করে ঘিরে ফেলে। এরপর বেলায়েত হোসেন ও তার ভাতিজাকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে রামদা, চাইনিজ কুঠার, হকিস্টিক, জিআই পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় ১নং আসামি চেয়ারম্যান ফরিদুল ইসলাম আহত বেলায়েত হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে তার সাথে থাকা নগদ টাকা, গলায় থাকা স্বর্ণের চেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

সন্ত্রাসীরা বেলায়েত হোসেন ও তার ভাতিজাকে মৃত ভেবে রাস্তার ওপর ফেলে চলে যায়। পথচারীরা তাদেরকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর হাসপাতালে নিয়ে যায়। আহত বেলায়েত হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স যোগে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।

সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত বৃহস্পতিবার (৫ সে‌প্টেম্বর) মোরেলগঞ্জ থানায় হাজির হয়ে হোগলাপাশা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ ১৯ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

বিবার্তা/রাজু/রোমেল/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত