যুক্তরাজ্যে ছুরি হামলায় শিশুসহ আহত ৮

| আপডেট :  ২৯ জুলাই ২০২৪, ১১:২২  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২৪, ১১:২২


যুক্তরাজ্যে ছুরি হামলায় শিশুসহ আহত ৮

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাজ্যের সাউথপোর্টে একটি ডান্স ওয়ার্কশপে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা হামলার দৃশ্যকে ‘হরর মুভি’ হিসেবে উল্লেখ করেছেন।

২৯ জুলাই, সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

ব্রিটেনের জরুরি পরিষেবা সংস্থা বলেছে, উত্তরপশ্চিম ইংল্যান্ডের সাউথপোর্টে ছুরি হামলায় ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় একটি শিশু হাসপাতাল সেখানে বড় ধরনের ঘটনা ঘটেছে বলে ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ছুরি হামলার ঘটনাকে ‌‌‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।

সাউথপোর্টের মার্সিসাইড পুলিশ বলেছে, তারা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে তথ্য পেয়েছে। স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে পুলিশকে ফোন করে সাউথপোর্টের হার্ট স্ট্রিটের একটি প্রোপার্টিতে হামলার এই তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের সশস্ত্র পুলিশ হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজন পুরুষকে আটক করেছে। দেশটির এই বাহিনী বলেছে, ওই এলাকায় জনসাধারণের জন্য ব্যাপক পরিসরের কোনও হুমকি নেই।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত