যেভাবে পে-স্কেলে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্চতর গ্রেড পেয়ে

| আপডেট :  ০৩ জানুয়ারি ২০২২, ০৫:৫৬  | প্রকাশিত :  ০৩ জানুয়ারি ২০২২, ০৫:৫৬

বর্তমান পে-স্কেলে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্চতর গ্রেড পেয়ে। আবার কোন কোন ক্ষেত্রে উচ্চতর গ্রেড প্রদান করা হচ্ছে না। সদর দপ্তর উচ্চতর গ্রেড মঞ্জুরে নারাজ। তবে এর মাঝেও অনেক দপ্তর উচ্চতর গ্রেডে মঞ্জুর করছে।

সারসংক্ষেপ:
ধরুন জনাব সাকিবের ১৪ মার্চ ২০১৭ তারিখ হতে সমপদে উচ্চতর গ্রেড হিসেবে ১৬ গ্রেড হতে পরিবর্তন হয় ১৫ তম গ্রেডে। ফিক্সেশন করলে দেখায় ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে ১৬ তম গ্রেডে মূল বেতন ১০৭৮০/- এবং ১৫ তম গ্রেডে ফিক্সেশন করার সময় উচ্চ ধাপ না দিয়ে নিম্নতর ধাপে বেতন নির্ধারণ করা হয় এবং পিপি ৮০/- টাকা দিয়ে ১০৭৮০ টাকা নির্ধারিত হয়।

তাহলে ১৪ মার্চ ২০১৭ তারিখে ১৬ তম গ্রেডে আপনার মূল বেতন কত হবে ১০,৭৮০ টাকা। ১ জুলাই ২০১৮ তারিখে ১৬ তম গ্রেডে আপনার মূল বেতন হবে ১১,৩২০ টাকা কিন্তু তা না হলে ১৫ তম গ্রেডে তার মূল বেতন দাড়াল ১১২৪০ টাকা। অর্থাৎ উচ্চতর গ্রেড পাওয়ায় তার বেতন ৮০ টাকা কমে গেল। কোন অফিসের একজন ড্রাইভার উচ্চতর গ্রেড পাওয়ায় ৮০ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১লা জুলাইয়ের পরের তারিখ হতে কার্যকর হলে আপনি আর্থিক ভাবে লাভবান হতে পারবেন।

উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বেতন কিভাবে কমে যায় দেখুন

আরও একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিস্কার হবে। উপ সহকারী কৃষি কর্মকর্তা পদ ১০ গ্রেডে উন্নীত করায় তার বেতন নির্ধারণে পিপি দিয়ে বেতন সমান করা হযেছে। পরবর্তী বছরে ইনক্রিমেন্ট যোগ করতে গিয়ে দেখা যাবে তার বেতন ৮২০ টাকা কমে যাবে।
পদবি: উপ সহকারী কৃষি কর্মকর্তা
পূর্বের স্কেল/গ্রেড: গ্রেড ১১ : ১২৫০০-৩০২৩০
পূর্বের বেতন: ১৬৭৮০ টাকা
একই পদে উন্নীত গ্রেড আদেশ নং ও তারিখ: ১০৪১ ও ২২-১০-২০১৮
একই পদে উন্নীত গ্রেড প্রাপ্যতার তারিখ ২২-১০-২০১৮
এই পদে উন্নীত গ্রেড/স্কেল: গ্রেড ১০: ১৬০০০-৩৮৬৪০
নির্ধারিত বেতন: ১৬০০০ টাকা
পিপি: ৭৮০ টাকা

তিনি যদি ১১ তম গ্রেডে থাকতেন তবে ০১-০৭-২০১৯ খ্রি: তারিখ ইনক্রিমেন্ট যোগ হয়ে তার বেতন দাড়াতো ১৭৬২০ টাকা। গ্রেড উন্নীত করায় ০১-০৭-২০১৯ খ্রি: তারিখে তার মূল বেতন দাড়ায় ১৬৮০০ টাকা। অর্থাৎ বেতন গ্রেড উন্নীত করায় সে ৮২০ টাকা বেতন কম পাবেন প্রতি মাসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত