রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ

| আপডেট :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭


রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ

সারাদেশ

সাভার প্রতিনিধি


ঢাকার ধামরাই এর বালিয়া ইউনিয়নের বাস্তা, বনেরচর, গাঁও তারাসহ ১০ গ্রামের মানুষের চলাচলের রাস্তা পিচ ঢালাইয়ে নামে প্রায় ৬ মাস ধরে রাস্তা খুঁড়ে রেখেছে স্থানীয় এক ঠিকাদার। সেই সাথে নিম্ন মানের ইট ও খোয়া দিয়ে রাস্তার কাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ নদী ও আদর্শ গ্রামের পুকুর থেকে মাটি উত্তোলন করে বালু ভরাট কাজ করেছেন ঠিকাদার। আংশিক বালু ও মাটি দিয়ে কোনো রকমে রাস্তার লেয়ার করেছেন ঠিকাদার।

এতে ওই এলাকার স্থানীয় মানুষরা চরম বিপাকে পড়েছে। ব্যবসায়ীরা কাঁচামাল নিয়ে রাস্তায় চলাচল করতে পারছেন না বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের। দীর্ঘদিন মাটিযুক্ত বালুদিয়ে রাস্তার লেয়ার তৈরি করে রাখায় আবারও মাটির রাস্তা হয়ে পড়ে রয়েছে সড়কটি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, রাস্তার কাজের অগ্রগতি না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমানকে জানালে তারা স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ ও উপজেলা প্রকৌশলীকে জানান।

পরে দীর্ঘ ৬ মাস পর পিচ ঢালাই রাস্তার নির্মাণ কাজের মালামাল ইটের খোয়া নিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটের খোয়া খুবই নিম্ন মানের। এ ব্যাপারে এলাকাবাসী প্রতিবাদ জানালেও কোনো কাজ হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ওই রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম (হাফিজ এন্টারপ্রাইজ) ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উপজেলা যুবলীগকর্মী।

এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য বলেন, এস্টিমেটের বাহিরের কোনো পণ্য দিয়ে রাস্তার কাজ করা যাবে না। যদি কোন রকমের নিম্নমানের ইট, বালু, খোয়া ব্যবহার করে তাহলে ওই পণ্য অপসারণ করতে হবে। আর ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিবার্তা/শরিফুল/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত