লামা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

| আপডেট :  ২১ আগস্ট ২০২৪, ০৫:৩৮  | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২৪, ০৫:৩৮


লামা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

লামা প্রতিনিধি


বান্দরবান জেলার লামা উপজেলার সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রাতিষ্ঠানিক ১০.৩২ হেক্টর জলাশয়ে ২৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

২১ আগস্ট, বুধবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা প্রকৌশলী আবু হানিফ ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মাতামুহুরী নদীসহ উপজেলা পরিষদ পুকুর, বিভিন্ন গির্জা, মসজিদ, মন্দির, ও বৌদ্ধ বিহার সহ ৪৫টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বিবার্তা/আরমান/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত