ল্যাবএইডে ভুল চিকিৎসা : ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

| আপডেট :  ২১ জানুয়ারি ২০২৪, ০৪:১৬  | প্রকাশিত :  ২১ জানুয়ারি ২০২৪, ০৪:১৬


ল্যাবএইডে ভুল চিকিৎসা : ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

বিবার্তা প্রতিবেদক


ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় ভুক্তভোগীকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ভুল চিকিৎসার অভিযোগটি দুই মাসের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে স্বাস্থ্য মন্ত্রণায়ের মহাপরিচালকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

২১ জানুয়ারি, রবিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

এর আগে  মঙ্গলবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন, কনসালটেন্ট, ইউরোলজিক্যাল সার্জন কর্তৃক আবেদনকারীকে ভুল চিকিৎসার কারণে ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ক্ষতিগ্রস্ত রোগী হাইকোর্টে রিট করেন।

রিটে বলা হয়, মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলকে চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে যায়।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রিটে উল্লেখ করেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। যেকোনো সময় ভুক্তভোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তার দুটি কিডনিই দ্রুত পরিবর্তন করতে হবে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত