শয়তান থেকে হেফাজতের দোয়া

| আপডেট :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭  | প্রকাশিত :  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৭


শয়তান থেকে হেফাজতের দোয়া

ধর্ম ডেস্ক


শয়তান প্রতিনিয়িত ইমানদারদের ধোকা দেয়ার চেষ্টা করে। তবে ইমানদারের দোয়ায় শয়তানের সব ধূলিস্যাৎ হয়ে যায় নিমিষে।

দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া ইবাদত অস্পূর্ণ থাকে। যেকোনো সময় যেকোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন।

لا الهَ اِلَّا اللّهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهْ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَئ ٍ قَدِيْرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া ’আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

অর্থ: আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা কেবল তাঁর জন্যই। তিনি সকল বিষয়ে ক্ষমতাবান।

অথবা আউজুবিল্লাহ পড়বে

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
উচ্চারণ: আ‘ঊযুবিল্লাাহি মিনাশ শাইতাানির রজীম।

অর্থ: আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত