শরীয়তপুরে ডোবার পড়ে শিশুর মৃত্যু

| আপডেট :  ১২ আগস্ট ২০২৪, ১২:৩২  | প্রকাশিত :  ১২ আগস্ট ২০২৪, ১২:৩২


শরীয়তপুরে ডোবার পড়ে শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি


শরীয়তপুর সদরে ডোবার পানিতে পড়ে তাহমিদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

১২ আগস্ট, সোমবার সকালে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ভর্তাইসার এলাকায় এ ঘটনা ঘটে।

তাহমিদ ওই এলাকার বিল্লাল মাদবরের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার সকালে শিশুটির মা প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় শিশুটি মায়ের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে তাহমিদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুস্মিতা শারমিন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত