শ্রীমঙ্গলে সেনাবাহিনী মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর

| আপডেট :  ১৩ আগস্ট ২০২৪, ০৯:২২  | প্রকাশিত :  ১৩ আগস্ট ২০২৪, ০৯:২২


শ্রীমঙ্গলে সেনাবাহিনী মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর

শ্রীমঙ্গল প্রতিনিধি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর করা হয়েছে।

১৩ আগস্ট, মঙ্গলবার বিকেল ৬ টায় থানা কম্পাউন্ডে পুলিশের সকল অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা।

এসময় উপস্থিত ছিলেন মেজর ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।

এসময় মেজর মেজবা বলেন, গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর বিক্ষোভকারীদের দ্বারা শ্রীমঙ্গল থানা আক্রমণের শিকার হয়। এসময় বিক্ষুব্ধ জনগণ থেকে পুলিশকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশের সকল অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়েছিল। সেনাবাহিনীর সহায়তায় পুলিশকে সচল করা হলে পুলিশের সকল অস্ত্র হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজ থেকে পুলিশি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সেই আগের মত ফিরে যাবে বলেও তিনি জানান।

বিবার্তা/রিয়ন/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত