শ্রীমঙ্গলে ৫৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭


শ্রীমঙ্গলে ৫৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সারাদেশ

শ্রীমঙ্গল প্রতিনিধি


মৌলভবাজারের শ্রীমঙ্গলে হাওর পাড়ের বিদ্যাপীঠ মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ ও ৬ মাসের খাতা-কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সোশ্যাল এইডের আর্থিক সহায়তায় এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সোশ্যাল এইড এর প্রজেক্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া, জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা রানী সরকার ও সহকারী শিক্ষক মুজিবুল হকসহ অন্যান্য শিক্ষকরা।

এর আগে মাজদিহি পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে এ সামগ্রী তুলে দেন অতিথিরা।

শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল একটি ওয়াটার প্রুফ ব্যাগ, ৬টা খাতা, ১২ টা কলম, ৬টি পেন্সিল, ১টি পেন্সিল বক্স,  একটি স্কেল, দুটি রাবার, টি কাটার ও ১টি পরীক্ষার ক্লিপ বোর্ড।

বিবার্তা/কাউছার/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত