সদরঘাটে দুর্ঘটনায় দুই লঞ্চের চালক ও ম্যানেজারসহ আটক ৫

| আপডেট :  ১১ এপ্রিল ২০২৪, ১০:১৫  | প্রকাশিত :  ১১ এপ্রিল ২০২৪, ১০:১৫


সদরঘাটে দুর্ঘটনায় দুই লঞ্চের চালক ও ম্যানেজারসহ আটক ৫

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চে ওঠা নামার দড়ি ছিঁড়ে নারী ও শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় দুই লঞ্চের চালক ও ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে নৌ পুলিশ।

আটককৃতরা হলেন- ফারহান লঞ্চের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফের দুই চালক।

১১ এপ্রিল, বৃহস্পতিবার নৌ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ফারহান লঞ্চের দুই চালক ও ম্যানেজার এবং এমভি তাসরিফের দুই চালকসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, তাদের আটকের পর ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলার পর বিস্তারিত জানানো হবে।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন জানান, এমভি ফারহান-৬ ও এমভি তাসরিফ-৪ নামের দুটি লঞ্চের রুট পারমিট তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিএ এর পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক আজগর আলী ও বন্দর শাখার যুগ্ম পরিচালক কবীর হোসেন। পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন- মো. বেলাল (৩০), তার স্ত্রী মুক্তা (২৬) ও তাদের শিশুসন্তান মাইসা (৩)। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। নিহত অপর দুজন হলেন, ঠাকুরগাঁওয়ের তরুণ রবিউল (১৯) এবং পটুয়াখালীর রিপন হাওলাদার (৩৮)।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত