সরকারি কর্মচারীদের দাবিতে মন্ত্রণালয়ের সম্মতি

| আপডেট :  ১৭ মার্চ ২০২২, ০৭:৩২  | প্রকাশিত :  ১৭ মার্চ ২০২২, ০৭:৩২

বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তনে সম্মতি প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক স্মারকে বলা হয়েছে, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীদের পদনাম নিন্মবর্ণিতভাবে পরিবর্তনে মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-২ শাখা হতে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

উপসচিব রিপন চাকমা স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, অফিস সুপারিনটেনডেন্ট, সিএকাম উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরের (গ্রেড-১৩) পরিবর্তিত পদের নাম উপ-প্রশাসনিক কর্মকর্তা।

প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারীর (গ্রেড-১৪) পরিবর্তিত পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা।

এছাড়া উচ্চমান সহকারীর (গ্রেড-১৫) পরিবর্তিত পদের নাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত