সরকারি চাকরিজীবীরা যেভাবে যোগদানকাল প্রাপ্য হবেন

| আপডেট :  ০৭ জানুয়ারি ২০২২, ০৪:৩৯  | প্রকাশিত :  ০৭ জানুয়ারি ২০২২, ০৪:৩৯

সরকারি চাকরিতে প্রথম যোগদান বা বদলিজনিত কারণে প্রথম যোগদান বা ছুটির পরে কর্মস্থলে যোগদান ও ভ্রমণ জনিত ইত্যাদি কারণে যোগদানকাল প্রাপ্য কিনা সেসব বিষয়।

বাংলাদেশ সার্ভিস রুলস, প্রথম খণ্ডের বিধি-৮০ অনুযায়ী সরকারী কর্মচারী নিম্নোক্ত ক্ষেত্রে যােগদানকাল পাবার অধিকারী হবেন-

(এ) পূর্ব পদে কর্মরত থাকাকালীন সময়ে অন্যত্র নতুন পদে নিয়ােগপ্রাপ্ত হলে সেক্ষেত্রে, নতুন পদে যােগদানের জন্য; অথবা

(বি) নিম্নবর্ণিত ক্ষেত্রে নতুন পদে যােগদানের উদ্দেশ্যে-
(i) অনধিক চার মাসের গড় বেতনের ছুটি অথবা একই সঙ্গে চার মাসের বেশী নয় এমন অবকাশকাল এবং গড় বেতনের ছুটি হতে প্রত্যাবর্তন করে নতুন পদে যােগদানের জন্য; অথবা
(ii) কর্তৃপক্ষ যদি মনে করেন নতুন নিয়ােগ সম্পর্কে সংশিষ্ট কর্মচারীকে পর্যাপ্ত সময় পূর্বে অবহিত করা হয় নাই, তাহলে (i) উপ-অনুচ্ছেদে বর্ণিত ছুটির ক্ষেত্র ব্যতীত অন্যান্য ছুটি হতে প্রত্যাবর্তন করে নতুন পদে যােগদানের জন্য; অথবা

(সি) বিদেশে চার মাসের বেশী সময়ের ছুটি (অবকাশকালসহ) ভােগ করে দেশে প্রত্যাবর্তন করে বন্দর হতে কর্মস্থলে যােগদানের জন্য মঞ্জুরীকৃত সময়ের জন্য; অথবা

(ডি) নিম্নোক্ত ক্ষেত্রে ভ্রমণের জন্য
i) ছুটি হতে প্রত্যাবর্তনের পর কোন নির্ধারিত স্থান হতে দুর্গম অঞ্চলের কর্মস্থলে যাওয়ার জন্য; অথবা
(ii) দুর্গম অঞ্চলের কোন কর্মস্থলের দায়িত্ব ভার অর্পণের পর কোন নির্ধারিত স্থানে ছুটিতে যাইবার জন্য।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত