সর্বজনীন পেনশন স্কিম: বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাবি শিক্ষক সমিতির কর্মবিরতি

| আপডেট :  ২৪ জুন ২০২৪, ০৭:১২  | প্রকাশিত :  ২৪ জুন ২০২৪, ০৭:১২


সর্বজনীন পেনশন স্কিম: বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাবি শিক্ষক সমিতির কর্মবিরতি

শিক্ষা

বিবার্তা প্রতিবেদক


সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আগামী ২৫, ২৬ ও ২৭ জুন যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৮.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এছাড়া উক্ত তিন দিন কলা ভবনের মূল ফটকে শিক্ষকবৃন্দকে (দুপুর ১২.০০টা থেকে ১.০০টা পর্যন্ত) অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, চলমান পরীক্ষাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত