সাতক্ষীরায় ২ কেজি ভারতীয় হেরোইন জব্দ

| আপডেট :  ২১ আগস্ট ২০২৪, ০২:৪৮  | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২৪, ০২:৪৮


সাতক্ষীরায় ২ কেজি ভারতীয় হেরোইন জব্দ

খুলনা

সাতক্ষীরা প্রতিনিধি


সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারকালে ২ কেজি ভারতীয় হেরোইন জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

২১ আগস্ট, বুধবার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কাকডাংগা সীমান্তের দকলোর মোড় এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক আশরাফুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে দুর্বৃত্তরা। এমন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাঠোয়ারী এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দকলের মোড় এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে।

এক পর্যায়ে আগত মাদক চোরাকারবারিরা অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ অবস্থায় অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। পরবর্তীতে অভিযানিক দল ওই এলাকা তল্লাশি করে একটি ব্যাগ হতে ২ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

আটককৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত