সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে জবি উপাচার্যের নির্দেশ

| আপডেট :  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭  | প্রকাশিত :  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭


সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে জবি উপাচার্যের নির্দেশ

শিক্ষা

জবি প্রতিনিধি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাস ছাড়তে নির্দেশ দিয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, যে সব ছাত্রদের শিক্ষাজীবন শেষ হয়ে গেছে তাদের জরুরি কাজ ব্যতীত ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের দ্বিতীয় গেট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ক্যাম্পাসে থাকবে বর্তমান শিক্ষার্থীরা। এখানে সাবেক শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া কোনো অবস্থানের দরকার নেই। এ সময় বহিরাগতদেরও ক্যাম্পাসে না থাকার নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনার পর অছাত্র ও বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থানের বিষয়ে তীব্র সমালোচনা ও আন্দোলন শুরু হয়। এর জের ধরে সাবেক শিক্ষার্থী ও বহিরাগতদের ক্যাম্পাস ছাড়তে নির্দেশনার পাশাপাশি অভিযান পরিচালনা করে জাবি প্রশাসন।

জাবির এমন পরিস্থিতির পর অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোতেও অছাত্র ও বহিরাগতদের অবস্থানের বিষয়ে প্রশ্ন ওঠে। এরই ধারাবাহিকতায় নিয়মিত শিক্ষার্থী ব্যতীত অন্যান্যদের ক্যাম্পাস ছাড়তে কঠোর নির্দেশনা দেওয়া হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

বিবার্তা/রুদ্র/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত