সাভারে কর্ণপাড়া খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

| আপডেট :  ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:২২  | প্রকাশিত :  ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:২২


সাভারে কর্ণপাড়া খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সারাদেশ

সাভার প্রতিনিধি


ঢাকার সাভারে কর্ণপাড়া খাল উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রসাশন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার কর্ণপাড়া ব্রিজের নিচে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে খালের সীমানা উদ্ধার ও অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উচ্ছেদ অভিযানে দোকান ও কয়েকটি কারখানা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও কর্ণপাড়া মৌজায় খালের সীমানা নির্ধারণ করা হয়েছে।

এব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূর বলেন, কর্ণপাড়া মৌজার মধ্যে কর্ণপাড়া খালের যে অংশ দখল করা হয়েছিল তা সীমানা নির্ধারণ করে উচ্ছেদ করা হয়েছে। এসময় বেশ কয়েকটি দেকান ও গোডাউন উচ্ছেদ করে খালের জমি উদ্ধার করা হয়। এর পরবর্তীতে যাতে অবৈধভাবে আর দখল করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভূমি অফিসের কানুনগো জিয়া উদ্দিন মাহমুদ, বাগধনিয়া অফিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সার্ভেয়ার লুৎফর রহমান।

বিবার্তা/শরিফুল/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত