সিংড়ায় অবৈধ সৌঁতিজালের স্থাপনা উচ্ছেদ, ২ জনের কারাদণ্ড

| আপডেট :  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২  | প্রকাশিত :  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২


সিংড়ায় অবৈধ সৌঁতিজালের স্থাপনা উচ্ছেদ, ২ জনের কারাদণ্ড

সারাদেশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি


নাটোরের সিংড়ায় অবৈধ সৌঁতিজালের স্থাপনা উচ্ছেদ ও ২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার পাটকোল ব্রীজের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় মৎস্য সংরক্ষণ আইনে আব্দুল খালেক ও শাহিন কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়।

এর আগে অবৈধ মৎস্য শিকার বন্ধে বৃহস্পতি বার দিনব্যাপী মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় সোনাইডাঙ্গা খালে ৩টিসহ ৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন ও সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অবৈধ সৌঁতিজালের স্থাপনা উচ্ছেদে কাজ করছে। এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। এরপরেও কেউ সৌঁতি বা বানা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিবার্তা/রাজু/এসএ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত