সিংড়ায় কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

| আপডেট :  ১৮ জুলাই ২০২৪, ০৬:১৭  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২৪, ০৬:১৭


সিংড়ায় কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি


নাটোরের সিংড়ায় কোটা বাতিল এবং আবু সাইদসহ নিহতদের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিংড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা।

১৮ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১ টায় সিংড়া কোর্ট মাঠে জড়ো হয় শত শত শিক্ষার্থী। পরে কোর্ট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল থানা মোড় হয়ে উপজেলা শহিদ মিনারে অবস্থান নেয়।

এ সময় বক্তব্য রাখেন- নোমান, ফারুক, জারিফ, মাহিন, সিনহা সহ আরো অনেকে।

এসময় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা, সিংড়া থানার ওসি আবুল কালাম। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়। সুষ্ঠু বিচার না হলে আবারো রাজপথে সবাইকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

বিবার্তা/রাজু/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত