সিরাজগঞ্জে থ্রী-হুইলার-বাসের সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত ৫

| আপডেট :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৮  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৮


সিরাজগঞ্জে থ্রী-হুইলার-বাসের সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত ৫

সারাদেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫ জন।

১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-পাবনা জেলার সাথিয়া থানার নরিন্দা গ্রামের সুধা সুত্রধরের স্ত্রী মিতু সুত্রধর (৩০) ও তার মেয়ে ইচ্ছে মনি (৭)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওয়াদুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাঘাবাড়ি থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা শাহজাদপুর আসার পথে ঢাকা-পাবনা মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। আহত হয় এক শিশুসহ আরও অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন হলো বিভিন্ন পত্র পত্রিকায়  নিষিদ্ধ থ্রি হুইলার নিয়ে সংবাদ প্রকাশ হলেও কঠিন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে।

হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার সহ অযান্ত্রিক যানবাহ চলাচল নিষিদ্ধ থাকলেও উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মহাসড়কসহ উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা সহ অযান্ত্রিক যানবাহ।

এসব যানবাহনের চালকসহ অধিকাংশ গাড়িরই নেই কোনো বৈধ কাগজপত্র। ফলে প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা।

যাতে প্রাণহানি সহ পঙ্গুত্বের শিকার হচ্ছে নানা শ্রেণি-পেশার মানুষ। সড়ক দুর্ঘটনায় রোধে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

বিবার্তা/কাইয়ুম/জবা 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত