সিরাজগঞ্জে দুই ভাইকে খুনের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫


সিরাজগঞ্জে দুই ভাইকে খুনের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের চৌহালীতে কাওসার ও মিল্টন নামে চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

৯ সেপ্টেম্বর, সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় দেন।

কাওসার ও মিল্টন উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের আনতাব আলী ও হায়াতুন নেছা দম্পতির ছেলে। দণ্ডপ্রাপ্তরা মামলার বাদী হায়াতুন নেছার সম্পর্কে চাচাতো ভাই।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চৌহালী উপজেলার কোদালিয়া উত্তর পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে নাছির উদ্দিন (৪০) ও শহীদুল ইসলাম (৫০) ও একই গ্রামের সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)।

মামলা সূত্রে জানা যায়, চৌহালীর কোদালিয়া গ্রামের কাওসার ও মিল্টনের বাবা আনতাব আলীর একটি সেচ পাম্প রয়েছে। সেই পাম্প দিয়ে তিনি এলাকায় কৃষকের জমিতে পানি দিতেন। সেই ধারাবাহিকতায় দণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলামের জমির পাস দিয়ে একটি সেচ নালা কেটে আনতাব আলী বিভিন্ন কৃষকদের জমিতে সেচ দিতেন। ২০১৮ সালের নভেম্বরের মধ্যভাগে জমির পাশ দিয়ে যাওয়া সেই নালা শহীদুল ইসলাম কেটে বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে আনতাব আলীর দুই ছেলে কাওসার ও মিল্টন প্রতিবাদ করলে শহীদ ইসলাম তাদের দেখে নেওয়া এবং পরিণাম খারাপ হবে বলে হুমকি দেয়। এরপর ওই বছরের ৭ ডিসেম্বর বিকাল ৩টার দিকে কাওসার কোদালিয়া উত্তর পাড়া গ্রামে শহীদুল ইসলামের চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলে তাকে লাঠিসোটা নিয়ে ধাওয়া করে শহীদুল। ভয়ে কাওসার তার আপন মামা আব্দুস সাত্তারের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

পরে মুঠোফোনে বিষয়টি তার মাকে জানালে তার মা আরেক ভাই মিল্টনকে সঙ্গে নিয়ে মামা বাড়িতে যায়। তখন বিকাল পৌনে ৪টা বাজে। মাকে দেখে কাওসার ঘর থেকে বের হয়ে বাইরে আসলে শহীদুলসহ অন্য আসামিরা লাঠিসোটা নিয়ে কাওসারের ওপর হামলা চালায়। তখন মিল্টন সেটি ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় রাতেই তারা মারা যান। পরে ৮ ডিসেম্বর নিহতের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা করেন। মামলার ১৬ সাক্ষীর দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ আদেশ দেন।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত