সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, ৬ কুর্দি যোদ্ধা নিহত

| আপডেট :  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮  | প্রকাশিত :  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮


সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, ৬ কুর্দি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


সিরিয়ার পূর্বাঞ্চলে একটি মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় ছয় কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর এল-জোরে অবস্থিত আল-ওমর সেনাঘাঁটিতে এ হামলা চালানো হয়।

মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এসডিএফ বলেছে, সিরিয়ার পূর্বাঞ্চলের  দেইর এল-জোর প্রদেশের আল-ওমর ওয়েলফিল্ডে তাদের কমান্ডো একাডেমিতে সোমবার ভোরে ড্রোন হামলা হয়েছে। তারা এ হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠীকে দায়ী করেছেন।

এদিকে এক ভিডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত একটি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী। ইরাকে গোষ্ঠীটি ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত। ভিডিওতে অজ্ঞাত এক জায়গা থেকে তাদেরকে ড্রোনটি চালু করতে দেখা গেছে।

ঘাঁটিতে কুর্দি যোদ্ধাদের কমান্ডো ইউনিটকে প্রশিক্ষণ দিতেন মার্কিন সেনারা। তবে মার্কিন সেনা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জানুয়ারির শেষ দিকে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের এক সেনাঘাঁটিতে ইরান-সমর্থিত মিলিশিয়া জঙ্গি গোষ্ঠীর ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। আহত হন আরও অনেকে।  এ ঘটনার পরপরই ইরাক ও পূর্ব সিরিয়ায় ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালায় মার্কিন বাহিনী।

এরপর ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরানপন্থি গোষ্ঠী। এছাড়া দেশ দু’টি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বানও জানিয়েছে তারা।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত