সিলেটে ভারী বৃষ্টিতে ফের বাড়ছে নদ-নদীর পানি

| আপডেট :  ০১ জুলাই ২০২৪, ১১:২২  | প্রকাশিত :  ০১ জুলাই ২০২৪, ১১:২২


সিলেটে ভারী বৃষ্টিতে ফের বাড়ছে নদ-নদীর পানি

সারাদেশ

সিলেট প্রতিনিধি


সিলেটে দুই দফা বন্যার রেশ কাটিয়ে ওঠার আগেই ভারী বৃষ্টিতে ফের বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। সোমবার (১ জুলাই) সকালে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৬টায় বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে পানির বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। রবিবার সন্ধ্যায় বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়।

অন্যদিকে কুশিয়ারা নদীর পানি আগে থেকেই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল ৯টায় এই পয়েন্টে পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায়ও একই অবস্থায় পানি প্রবাহিত হচ্ছিল।

এদিকে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু আজ সকালে বৃষ্টিপাত আরও বেড়েছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সোমবার তিন ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত