স্বাস্থ্য কর্মকর্তার অবৈধ ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য বিভাগ

| আপডেট :  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭  | প্রকাশিত :  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭


স্বাস্থ্য কর্মকর্তার অবৈধ ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য বিভাগ

স্বাস্থ্য

চুয়াডাঙ্গা প্রতিনিধি


নিবন্ধন না থাকায় চুয়াডাঙ্গায় ডক্টরস্ কেয়ার এন্ড স্পেশালাইজড হাসপাতালের ক্লিনিক ও অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে চালু রয়েছে ডায়গনস্টিক কার্যক্রম।

১০ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান ওই হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

জানা গেছে, ডক্টরস্ কেয়ার এন্ড স্পেশালাইজড হাসপাতালটি পরিচালনা করতেন আলমডাঙ্গা উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ।

স্বাস্থ্য কর্মকর্তা নিজেই অবৈধভাবে বেসরকারি ক্লিনিকটি কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ ওঠে বিভিন্ন মাধ্যমে। এরপর আজ শনিবার সেখানে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ।

অভিযান শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে ডায়গনস্টিক সেন্টারের নিবন্ধন থাকলেও ক্লিনিক বা অপারেশন থিয়েটারের নিবন্ধন ছিল না। তাই ক্লিনিক ও অপারেশন থিয়েটার বিভাগ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে ক্লিনিকের নিবন্ধন পেলে তা চালুর অনুমোদন দেয়া হবে।

বিবার্তা/আসিম/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত