হাসানুল হক ইনু গ্রেফতার

| আপডেট :  ২৬ আগস্ট ২০২৪, ০৪:৩৮  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২৪, ০৪:৩৮


হাসানুল হক ইনু গ্রেফতার

বিবার্তা প্রতিবেদক


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ আগস্ট, সোমবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা দায়ের হচ্ছে। একাধিক মামলায় ১৪ দলের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুও আসামি।

গত ২২ আগস্ট ১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ।

হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের তিনবারের সংসদ সদস্য। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন হাসানুল হক ইনু।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত