১৩ সেপ্টেম্বর থেকে খুলছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৪  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২১, ০১:২৪

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মোটামুটি এ মাসের ১৩ তারিখ থেকে সশরীরে ক্লাস নেওয়া হবে। দুয়েকদিন এদিক-ওদিক হতে পারে।’

অপরদিকে দেশে করোনায় মধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সরকারপ্রধান।

সংসদের অধিবেশনে বক্তব্যে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি। এ সময় দেশের করোনা পরিস্থিতি, টিকা আমদানি এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমরা সারা পৃথিবীতে দেখতে পারছি, কখনো কমে যাচ্ছে আবার কখনো নতুন শক্তি নিয়ে ভাইরাসটি ফিরে আসছে। আমরা আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’

করোনা মোকাবিলায় বাংলাদেশ যে ব্যবস্থা নিয়েছে, বিশ্বের অনেক দেশই তা করতে পারেনি বলে জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘আর টিকার কোনো সমস্যা নেই। যেখান থেকে যতটুকু পারছি আমরা নিয়ে আসছি।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত