১৫ এপ্রিল পর্যন্ত জরিমানা ছাড়াই দেওয়া যাবে বিআরটিএর ফি

| আপডেট :  ০২ এপ্রিল ২০২৪, ০৭:২৮  | প্রকাশিত :  ০২ এপ্রিল ২০২৪, ০৭:২৮


১৫ এপ্রিল পর্যন্ত জরিমানা ছাড়াই দেওয়া যাবে বিআরটিএর ফি

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


কোনো ধরনের জরিমানা ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব ধরনের মোটরযানের কাগজপত্রের ফি জমা দেওয়া যাবে।

তবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই সুবিধা থাকছে। এর আওতায় গাড়ি ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে জরিমানা দিতে হবে না।

২ এপ্রিল, মঙ্গলবার বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ এপ্রিলের মধ্যে জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদান করে সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ সম্পন্ন করে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত