২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩৬

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২


২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩৬

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

২১ ফেব্রুয়ারি, বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

এসময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ১৪৮ জন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৮৬ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪৩ জনের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে দেশে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত