২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩৪ জন আক্রান্ত

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৪০  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৪০


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩৪ জন আক্রান্ত

স্বাস্থ্য

বিবার্তা প্রতিবেদক


দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

তবে সোমবার (১৫ এপ্রিল) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬০ জন এবং মৃত্যু হয়েছে একজনের।  

১৫ এপ্রিল, সোমবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সাত জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিন জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচজন জন এবং খুলনা বিভাগের (সিটি করপোরেশনের) বাইরে তিন জন রয়েছেন।  

অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৬৫ জন। এরমধ্যে এক হাজার ১৭২ জন পুরুষ এবং ৬৯৩ জন মহিলা রয়েছেন। আর চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৩ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং জন ১২ জন মহিলা রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৬৪ জন।

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত