৩০৮ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো ভারত

| আপডেট :  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭  | প্রকাশিত :  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭


৩০৮ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো ভারত

স্পোর্টস ডেস্ক


চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হয়। নিজেদের প্রথম ইনিংসে করে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর টাইগারদের ফলো-অন করানোর সুযোগ ছিল স্বাগতিকদের। তবে তা না করিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামেন রোহিত শর্মারা। দ্বিতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮১ রান করেছে ভারত।

দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ভারত শুরুটা ভালো করতে পারেনি। প্রথম রোহিত এবং এরপর সাজঘরে ফিরেন যশ্বসী জয়সোয়াল। দুই ওপেনার বিদায় নেয়ার পর হাল ধরেন শুভমান গিল এবং বিরাট কোহলি।

রোহিত ফেরার পর ক্রিজে জয়সোয়ালের সঙ্গী হন গিল। এরপর জয়সোয়ালও ফিরলে মাঠে নামেন কোহলি। দুজন মিলে দিনের শেষভাগটা দেখেশুনেই খেলছিলেন। দুজনে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেছেন ৩৯ রান। তবে মিরাজের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন কোহলি। রিভিউ নিলে অবশ্য বেঁচে যেতেন এই ব্যাটার, টিভি রিপ্লেতে দেখা গেছে বল প্যাডে লাগার আগে তাঁর ব্যাট ছুঁয়ে গেছে।

এদিকে কোহলি ফেরার পর ক্রিজে গিলের সঙ্গী হন রিশব পন্ত। এ দুজনের ব্যাটেই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। কোহলি ফেরার পর পর পন্তকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে আরও ১৪ রান যোগ করেছেন গিল। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮১ রান, লিড ৩০৮ রানের।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত