৯ তলা থেকে পড়ে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু, সাংবাদিকসহ আটক ৬

| আপডেট :  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২  | প্রকাশিত :  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২


৯ তলা থেকে পড়ে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু, সাংবাদিকসহ আটক ৬

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাড়ির ৯ তলা থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসায় থাকা স্বামী-স্ত্রীসহ ৬জনকে আটক করেছে পুলিশ।

প্রীতি উরাং নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে, তার বাবার নাম লোকেশ উরাং।

এর আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গত বছর মোহাম্মদপুর থানায় আশফাকুল হকের নামে মামলা হয়েছিল।

৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ৮টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সে সময় স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে ‘মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করে বিক্ষোভ শুরু করে।

পরে পুলিশ সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হকসহ ওই বাসা থেকে ছয়জনকে থানায় নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা থানাতেই ছিলেন।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া বলেন, প্রীতি নামের মেয়েটি নয়তলা থেকে পড়ে মারা গেছে। আশফাকুল হক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক। আশফাকুল হক ও তার স্ত্রীসহ পরিবারের কয়েকজনকে থানায় আনা হয়েছে।

তিনি আরো বলেন, নিহত প্রীতি দুই বছর ধরে সৈয়দ আশফাকুল হক ও তার শাশুড়ির বাসায় কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার মিত্তিংগা গ্রামে।

ওই এলাকার এক খাবারের দোকানের বিক্রেতা মো. আনোয়ার হোসেন বলেন, শাহজাহান রোডে জেনেভা ক্যাম্প সংলগ্ন ওই ভবনের ওপর থেকে সকাল ৮টার দিকে মেয়েটি পড়ে যায়।

তিনি বলেন, ওই বাসায় আগেও এরকম ঘটনা ঘটছিল। এরপরে স্থানীয় লোকজন ‘মাইরা ফেলছে, বিচার চাই’ স্লোগান দিয়ে বাড়ির ফটকে জড়ো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে, বাসার লোকজনকে আটক করে নিয়ে যায়।

প্রীতির কাকা নগেন উরাং বলেন, মাস ছয়েক আগে প্রীতিকে রাজধানীতে গৃহকর্মীর কাজ পাইয়ে দেন তার মামা ফুলসাঁই। ঢাকার ওই বাসায় ফুলসাঁইয়ের ভাতিজিও থাকেন।

তিনি বলেন, আজ সকালে একটি গাড়ি এসে প্রীতির বাবা-মা ও তার মামা ফুলসাঁইকে ঢাকায় নিয়ে গেছে। কিন্তু মৃত্যুর কথা তখন বলেনি। স্থানীয় সাংবাদিকের কাছ থেকে খবর পেয়ে প্রীতির মৃত্যুর খবর আমাদেরকে দিয়েছে ইউপি মেম্বার ধনা বাউরি।

গত বছরের চার আগস্ট ওই একই ভবনের আট তলা থেকে পড়ে আহত হন আরেক শিশু গৃহকর্মী। ঘটনার দুইদিন পর শিশুটির মা সৈয়দ আশফাকুল হকের বিরুদ্ধে মামলা করেন।

শিশু নির্যাতন, পরিবারের সাথে দেখা করতে না দেওয়া এবং নিয়মিত খেতে না দেওয়ার অভিযোগ আনা হয় তখন। পরে অবশ্য তদন্ত শেষে মামলা থেকে আশফাকুল হককে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত রিপোর্ট দেয় পুলিশ।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত