কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

| আপডেট :  ২৮ মার্চ ২০২৪, ০৬:১৩  | প্রকাশিত :  ২৮ মার্চ ২০২৪, ০৬:১৩


কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়।

২৮ মার্চ, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেউন্দিয়া গ্রামে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।

জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কেউন্দিয়া বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে আল্লাহর দান ঔষধালয়কে ৪ হাজার টাকা, মুদির দোকান শামীম স্টোরকে ২ হাজার টাকা  জরিমানা করা হয়েছে।

বিবার্তা/রবিন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত