নড়াইলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

| আপডেট :  ২৮ মার্চ ২০২৪, ০২:৩৮  | প্রকাশিত :  ২৮ মার্চ ২০২৪, ০২:৩৮


নড়াইলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সারাদেশ

নড়াইল প্রতিনিধি


নড়াইল পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগম (৪৫)কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগম নড়াইল সদর উপজেলার বাহির গ্রামের মৃত আফজাল মুন্সির মেয়ে এবং একই গ্রামের রফিকুল শিকদারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ মার্চ, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই অপু মিত্র সঙ্গীয় নারী কনস্টেবলসহ অভিযান চালিয়ে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনালের দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগমের নামে নড়াইল সদর থানায় আরোও দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিবার্তা/শরিফুল/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত