‘রেপো সুদ হার’ ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করলো কেন্দ্রীয় ব্যাংক

| আপডেট :  ৩০ জুন ২০২২, ০৯:২৭  | প্রকাশিত :  ৩০ জুন ২০২২, ০৯:২৭

নীতিনির্ধারণী সুদের হার ‘ব্যাংক রেট’ বা বাংলাদেশ ব্যাংকের ‘রেপো সুদ হার’ ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করলো কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৫ ভাগ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫ দশমিক ৫০ ভাগে পুনর্নির্ধারণ করা হলো।

বৃহস্পতিবার (৩০ জুন) ২০২২-২০২৩ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, চাহিদা জনিত মূল্যস্ফীতির চাপ প্রশমনের পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকারী খাতসমূহে ঋণ সরবরাহ নিশ্চিত করণের উদ্দেশ্যে নীতি সুদ হার হিসেবে বিবেচিত রেপো সুদ হার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে বিদ্যমান ৫ ভাগ থেকে ৫:৫০ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩০ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

অবশ্য এক মাস আগে (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৪.৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫ ভাগে পুনর্নির্ধারণ করা হয়।

বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হারে ঋণ দিয়ে থাকে, যা ব্যাংকিং খাতে মৌলিক নীতিনির্ধারণী সুদের হার হিসেবে পরিচিত। এদিকে রিভার্স রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৪ ভাগে অপরিবর্তিত থাকবে।

দেশের শীর্ষ অর্থনীতিবিদরা জানান, ব্যাংক হার বাড়ানোর মাধ্যমে বাজারে কেন্দ্রীয় ব্যাংক একটি বার্তা দিলো যে, তারা সুদের হার বাড়াতে চায়। ব্যাংকগুলোও যাতে এই হার বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত