রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

| আপডেট :  ১৭ নভেম্বর ২০২৪, ১১:৪৬  | প্রকাশিত :  ১৭ নভেম্বর ২০২৪, ১১:৪৬

দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রোববার (১৭ নভেম্বর) রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।

এদিন সকাল ১০টার পর ছাত্ররা কলেজ থেকে বের হয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

তাদের দাবি, চলমান লটারি পদ্ধতি বাতিল করতে হবে। ভর্তি পরীক্ষা চালু করে করতে হবে। লটারি পদ্ধতি হওয়ার কারণে নানা সময় আমরা বৈষম্যের শিকার হই। তাই এই পদ্ধতি বাতিল চাই আমরা।’ এদিকে রাস্তা অবরোধ করায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত আসছে …

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত